কিশোরগঞ্জে লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন
কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই নাকভাঙ্গা নতুন রাস্তা মোড়ে লরি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান (১৭) সদর উপজেলার যশোদল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আমাটি শিবপুর গ্রামের বাসিন্দা রাজু কশাইয়ের ছেলে। তিনি হাফেজিয়া বিভাগের শিক্ষার্থী ছিলেন।
নিহত রায়হানের চাচাত ভাই সজিব (২০) আহত হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,নিহত রায়হান ও সজিব মোটরসাইকেলযোগে ওই এলাকায় যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি লরি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই রায়হানের মৃত্যু হয়।
খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানা (ওসি) আল মামুন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে দুর্ঘটনাকবলিত লরি ট্রাকের চালক পালিয়ে গেছে, আর লরি ট্রাক আটক করা হয়েছে।