২২ সেপ্টেম্বর ফুলবাড়িগেট বাজার বনিক সমিতির নির্বাচন
মোঃ মামুন মোল্লা খুলনা জেলা প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ফুলবাড়িগেট বাজার বনিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় সমিতির নিজস্ব কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ফুলবাড়িগেট বাজার জামে মসজিদের পেশ ইমাম মুফতি হাফিজুর রহমান হাফিজ। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোল্লা সোহাগ হোসেন, সদস্য ইকবাল হোসেন মিজান ও মইনুল হক চৌধুরীসহ নির্বাচনে সম্ভাব্যপ্রার্থী ও বাজারের ব্যবসায়ীবৃন্দ।
ঘোষিত তাফসিল অনুযায়ী ৬ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রয়, ৭ই সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ, ১০ই সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার একই দিন বিকাল ৪ টায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এবং ২২ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে মীরেরডাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এছাড়া ৩ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ ও টাঙানো এবং ৪ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটার সংক্রান্ত আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।
উল্লেখ্য, দীর্ঘ দেড়যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণার পর বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়।