শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ে ২০ জন শিক্ষার্থীকে পিবিজিএসআই এর এসইডিপি কর্তৃক অনুদান প্রদান
মোঃ মামুন মোল্লা খুলনা জেলা জেলা প্রতিনিধি
খুলনার ফুলতলা উপজেলার শিরোমনি মাধ্যমিক বিদ্যালয়ে ২০ জন শিক্ষার্থীদের কে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পারফরম্যান্স বেজড গ্ৰ্যান্টস ফর সেকেন্ডারি এ ইন্স টিশনসস স্কিম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর আওতায় শিরোমনি মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১১ টায় ১ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা বেগম, বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুন্সী মইনুল ইসলাম, সদস্য মোঃ আল মুনসুর । মেধার ভিত্তিতে সুবিধা বঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন ২০ জন শিক্ষার্থীকে প্রত্যেককে ৫ হাজার টাকার চেক সর্বমোট ১লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা বেগম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এ অনুদানের টাকা তোমরা খাতা-কলম স্কুল ড্রেস সহ তোমাদের শিক্ষনীয় মৌলিক চাহিদা পূরণে কাজ করবে বলে আমি আশাবাদী। তিনি শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে আসা ও পড়াশোনায় মনোযোগী হওয়ার নির্দেশ প্রদান করেন।