ঝালকাঠিতে বি এন পির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত
শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
ঝালকাঠিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমি ভবন চত্বরে সমাবেশের আয়োজন করে জেলা বি এন পি।
জেলা কমিটির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, পৌর বিএনপির সভাপতি নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক আনিচুর রহমান তাপু সহ যুবদল,ছাত্রদল,শ্রমিকদল, মহিলাদল,স্বেচ্ছাসেবক দল,তাতিদল,সহ বিএনপির সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে শোভাযাত্রায় নেতৃত্বদেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব এ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। বিপুল সংখ্যক নেতা কর্মীর উপস্থিতিতে পুরো শহর এক উৎসব মুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে। বিশেষকরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ( জাসাস) এর নেতা কর্মীরা বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশ নিলে পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।