কুয়েটে ‘‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫’’ উদযাপিত
মোঃ মামুন মোল্লা খুলনা জেলা প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ০১ সেপ্টেম্বর, ২০২৫
সোমবার বিশ্ববিদ্যালয় হিসেবে ২২তম বর্ষপূর্তি উদ্যাপন করেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়
প্রশাসন প্রতিবছরের ন্যায় এবারও বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে। এ
উপলক্ষ্যে আয়োজিত প্রীতি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ
হেলালী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি এর অতিরিক্ত প্রধান
প্রকৌশলী (অবঃ) এবং অত্র বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের প্রাক্তন ছাত্র
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাহবুবুর রহমান। অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত থাকার কথা ছলিাে মাননীয় চেয়ারম্যান, রাজউক ও প্রেসিডেন্ট,
আইইবি ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম এর তবে তিনি অনিবার্য কারণবশত
উপস্থিত ছিলেন না । সকাল সাড়ে ৯টায় “বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫” উদ্্যাপন
কমিটির সভাপতি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন
প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মহোদয়,
ডীন, রেজিস্ট্রার, পরিচালক (ছাত্র কল্যাণ) কে সাথে নিয়ে জাতীয় সঙ্গীতের
সাথে সাথে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা
উত্তোলন করেন। “বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫” উপলক্ষ্যে আয়োজিত প্রীতি সমাবেশ
ও উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী, “বিশ্ববিদ্যালয়
দিবস-২০২৫” উদ্্যাপন কমিটির সভাপতি, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক
ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, এলজিইডি এর
অতিরিক্ত প্রধান প্রকৌশলী (অবঃ) এবং অত্র বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের
প্রাক্তন ছাত্র বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাহবুবুর রহমান। এরপর
বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় অন্যান্য অতিথিগণকে সাথে
নিয়ে শান্তির প্রতীক পায়রা উন্মুক্ত করেন এবং এর পরপরই তিনি
“বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫” এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরপর
ভাইস-চ্যান্সেলর মহোদয় এর নেতৃত্বে আনন্দ র্যালি প্রশাসনিক ভবনের সম্মুখ
হতে শুরু হয়ে ফুলবাড়িগেট পুলিশ বক্স হয়ে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম এসে
শেষ হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয়
প্রধান, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও
শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে
অডিটরিয়ামে কুয়েটের অর্জনঃ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ-প্রেজেন্টেশন
উপস্থাপন, “বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫” উপর আলোচনা সভা, বৃক্ষ রোপন
কর্মসূচি ও মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। এছাড়া, দুপুরে দর্শনার্থীদের
জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ল্যাব সমূহ উন্মুক্তকরন, বিকালে
প্রীতি ফুটবল ম্যাচ (শিক্ষক বনাম ছাত্র), বাদ আছর কেন্দ্রীয় জামে মসজিদে
দোয়া মাহ্্ফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, এ প্রতিষ্ঠানটি ১৯৬৭ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে
প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৪ সালে এর শিক্ষা কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে
১৯৮৬ সালে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), খুলনা
হিসেবে রুপান্তরিত হয় এবং সর্বশেষ ১লা সেপ্টেম্বর, ২০০৩ খ্রি. খুলনা
প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।