হাসপাতালে অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন জামায়াতের জেলা আমীর রমজান আলী
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোস্তফা মিয়া হঠাৎ বুকের ব্যথা অনুভব করলে আজ (রবিবার, ৩১ আগস্ট) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অসুস্থ এই বিএনপি নেতাকে দেখতে আজ বিকেলে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো. রমজান আলী।
তিনি অসুস্থ মোস্তফা মিয়ার চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান ও হালিমপুরের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী তৌফিকুল ইসলাম।