মোংলায় ইলিশ মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১।
মোঃ কারিমুল ইসলাম ক্রাইম রিপোর্টার:মংলা। :
পশুর নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হয় হাসান শেখ ২১ সাথে থাকা আরও তিনজন মিলন শেখ (৩০) হাফিজুরসানা (৩১) ও বাদশা সানা (৩৫) গুরুতর আহত হন।
প্রতিদিনের মতো পশুর নদীতে ইলিশ মাছ ধরতে হারবাড়িয়া এক নম্বর বয়ের নিচে জাল ফেলায় হাসান ও মিলনরা, এ সময় হঠাৎ আকাশ মেঘলা হওয়ায় এবং প্রচন্ড মেঘে গর্জন মারতে থাকে।
আনুমানিক বেলা তিনটার দিকে হঠাৎ তাদের নৌকার উপর বজ্রপাত পড়ে এ সময় হাসান ২১ বজ্রপাতের আঘাতে নদীতে পড়ে যায় বাকি তিনজন গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়ে। এ সময় বাকি তিনজনার জ্ঞান ফিরে দেখে হাসান নৌকায় নেই, পরের আশেপাশের নৌকা ডাক দেয় এবং বাড়ির ফোন দিয়ে নৌকা ডাকে। প্রায় এক থেকে দেড় ঘন্টা খোঁজাখুঁজি পরে হাসানের দেহ পানি নিচ থেকে খুঁজে পাওয়া যায়।
আশেপাশে থাকা নৌকার সবাই এগিয়ে এসে এদের উদ্ধার করে এবং এলাকার লোকজন নৌকা ও বোর্ড নিয়ে উদ্ধার করে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায় সেখানে কর্তব্যরত ডাক্তার হাসান শেখ ২১কে মৃত ঘোষণা করে এবং বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেন।