রতনকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে
বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে নির্মমভাবে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
মোঃ মামুন মোল্লা খুলনা জেলা প্রতিনিধি
খুলনা দৌলতপুর থানাধীন ল্যাবরেটরি স্কুল মোড়ে পিকআপ চালক মোঃ রতন শেখ (২৬)কে চুরির অপবাদ দিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে নির্মমভাবে নির্যাতন করে হত্যা চেষ্টাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং হয়রানীমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩০ আগস্ট শনিবার বিকাল সাড়ে ৪ টায় খানাবাড়ী, ল্যাবরেটরি ও তেলিগাতী এলাকাবাসীর ব্যানারে ল্যাবরেটরী স্কুল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়ে। মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, রতন শেখ পেশায় একজন পিকআপ চালক সে জুলাই বিপ্লবের একজন যোদ্ধাও বটে। চুরির একটি ঘটনার সাথে তার কোন প্রকার সম্পৃক্ততা না পেয়েও মিথ্যা চুরির অপবাদ দিয়ে কতিপয় চিহিৃত দুষ্কৃতিকারী বিদ্যুতিক খুঁটির সাথে বেঁধে মধ্যযোগীয় কায়দায় নির্যাতন করে নিজেরা বাঁচতে পুলিশের হাতে তুলে দিয়েছে। বক্তারা আরো বলেন, শুধুমাত্র সন্দেহের বসে নিরিহ একজন যুবককে ৭/৮জন ব্যক্তি নির্মমভাবে নির্যাতন করে আহত করলো আর অন্যরা দাড়িয়ে তার তামাশা দেখলো। মানববন্ধনে উপস্থিত হয়ে বাজারের নৈশ প্রহরী আশরাফ হোসেন বলেন, আমি রতনকে চুরি করতে দেখি নাই তাকে ভোরে পিকআপ নিয়ে বেরিয়ে যেতে দেখেছি। আমাকে প্রতিপক্ষ যা বলতে বলেছে যা করতে বলেছে আমি তাই করেছি। ল্যাবরেটরি স্কুল মোড় বাজার বনিক সমিতির সভাপতি শেখ আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ একরাম হোসেন বলেন, বাজারে চুরি ঘটনায় আমরা কিছু জানতে পারলাম না অথচ একজন নিরাপরাধ ব্যক্তিকে কতিপয় চিহিৃত ব্যক্তি কোন প্রকার প্রমাণ ছাড়াই সন্দেহজনক ভাবে তাকে প্রকাশ্য দিবালোকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে নির্মমভাবে নির্যাতন করে আইন নিজের হাতে তুলে নিলো আবার নিজেদের অপরাধ ঢাকতে গণধোলাই বলে চালিয়ে দিয়ে পুলিশের হাতে তুলে দিলো। নেতৃবৃন্দ এ ধরণের ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে রতন শেখকে মুক্তি দিয়ে সঠিক তদন্ত পূর্বক নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। ইউপি সদস্য মোঃ মামুন শেখ ও ইউপি সদস্য জি এম এনামুল কবির গ্রেফতারকৃত রতন শেখকে অবিলম্বে মুক্তি দিয়ে প্রকাশ্য দিবালোকে রতনকে যারা বেঁধে রেখে নির্যাতন করে আইন নিজের হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
ল্যাবরেটরি স্কুল মোড় বাজার বনিক সমিতির সভাপতি শেখ আনিছুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য শেখ ইকরাম হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন, যোগিপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মোঃ মামুন শেখ, ইউপি সদস্য জি এম এনামুল কবির, ওয়ার্ড বিএনপি নেতা মোঃ মিজানুর রহমান, থানা যুবদল নেতা মোঃ আলামিন হাওলাদার, ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন হাবু, বাজারের নিরাপত্তা প্রহরী আশরাফ হোসেন, প্রদক্ষদর্শী হাদার বিন শিমুল, রতনের বড় ভাই বিএনপি নেতা মোঃ সাইদুল শেখ ও শেখ তহিদুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে খানাবাড়ী, ল্যাবরেটরি স্কুল মোড় ও তেলিগাতী এলাকার নারী, পুরুষসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে পিকআপ চালক রতনের মুক্তির দাবীতে এবং নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে একটি বিক্ষোভ মিছিল ল্যাবরেটরি স্কুল মোড় থেকে শুরু করে খানাবাড়ী এলাকার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে।