1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান কিশোরগঞ্জ-৫ আসনে এহসান কুফিয়ার নেতৃত্বে হাজারো মোটরসাইকেল শোভাযাত্রা টেকসই উন্নয়ন অভীষ্ঠ (এসডিজি)বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে মাসব্যপি টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন বাহরাইন থেকে ৬৫ লাখ টাকা নিয়ে পালিয়েছেন ফারুক বিপদে ৯০ বাংলাদেশি

ময়মনসিংহ অঞ্চলে সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্যসেবায় মৌলিক পরিবর্তন আনা সম্ভব- স্থানীয় সরকার বিভাগ সচিব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহ অঞ্চলে সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্যসেবায় মৌলিক পরিবর্তন আনা সম্ভব-
স্থানীয় সরকার বিভাগ সচিব

মকবুল হোসেন, নিউজ এডিটর,ময়মনসিংহ

স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী বলেছেন, সমন্বিত প্রচেষ্টায় ময়মনসিংহ-সহ সারা দেশের মানুষের স্বাস্থ্যসেবায় একটি মৌলিক পরিবর্তন আনা সম্ভবনার সুযোগ আমাদের রয়েছে। ময়মনসিংহ বিভাগে স্বাস্থ্যসেবা উন্নয়নে প্রতিটি কাজে স্থানীয় সরকার সংশ্লিষ্ট যেকোনো সহায়তা থাকবে। শুধু তাই নয়, দেশের প্রতিটি বিভাগের জন্যও সেই সহায়তা বজায় থাকবে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আজ ৩০আগস্ট শনিবার সকালে আয়োজিত “প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদারকরণ বিষয়ক” সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় সচিব এসব কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের আয়োজনে ও ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি বলেন, স্বাস্থ্যসেবা পাওয়া একজন নাগরিকের মৌলিক অধিকার। এটা রাষ্ট্রের পক্ষ থেকেই দেওয়া উচিত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এটা দিয়ে যাচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে উপজেলা জেলা পর্যায়ে যতটুকু প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রয়োজন সেটা সরকার নিরলসভাবে দিয়ে যাচ্ছে। স্থানীয় সরকারের যতটুকু লিংক রয়েছে ততটুকু প্রোভাইড করছে। স্থানীয় সরকারের টাকা স্বাস্থ্য খাতে খরচ করার জন্য বরাদ্দ থাকলে সেটা অবশ্যই করে।

তিনি আরো বলেন, স্বাস্থ্য বিভাগ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার, বিদেশি সংস্থার সহায়তায় সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে ময়মনসিংহেও প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের জন্য ভিন্ন আঙ্গিকে ট্রেনিং সেন্টার গড়ে তোলা যায়। সেখানে তারা ফান্ডামেন্টাল কোর্স ও রিফ্রেশার ট্রেনিং করতে পারবে। কমিউনিটি ক্লিনিক এর সাথে মূল সড়কের সংযোগ স্থাপনে গ্রামীণ সড়ক অবকাঠামোতে স্থানীয় সরকারের সহযোগিতা সর্বাত্মক থাকবে বলে তিনি জানান।

জেলা প্রশাসক মুফিদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আখতারুজ্জামান। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, পরিচালক (স্বাস্থ্য) ডা: প্রদীপ কুমার সাহা-সহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাগণ,জেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ, ময়মনসিংহ জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারবৃন্দ, সাংবাদিকবৃন্দ-সহ গণমান্য ব্যক্তিবর্গ।

সেমিনারে জানানো হয়, ময়মনসিংহ জেলায় প্রস্তাবিত ৫৮০টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ৫৪২টির কার্যক্রম চলমান। এতে ৫২৮ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কর্মরত। ১৭টি শুন্য পদ রয়েছে। কমিউনিটি ক্লিনিক হতে সাধারণ অসুস্থতার প্রাথমিক চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি করা, গর্ভবতী নারীদের সেবা, প্রসূতি পরবর্তী সেবা, শিশুদের টিকাদান, রক্তচাপ মাপা, ডায়াবেটিস রোগীদের আরবিএস টেস্ট, রোগীর তথ্য সংগ্রহ ও রিপোর্ট তৈরি করা, জরুরী স্বাস্থ্যসেবা প্রদান, ঔষধ সরবরাহ, রোগীদের রেফার করা প্রভৃতি স্বাস্থ্যসেবা দেওয়া হয়। সেবা গ্রহীতাগণ কমিউনিটি ক্লিনিক হতে বর্তমানে ২২ প্রকারের ঔষধ সেবা গ্রহণ করে থাকেন।

কমিউনিটি ক্লিনিক একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য সেবায় কাজ করছে এই অভিব্যক্তি প্রকাশ করেন উক্ত সেমিনারে সেমিনারে অংশগ্রহণকারীগন । ক্লিনিকগুলোতেবিদ্যুৎ, পানি, সংযোগ রাস্তা ইত্যাদি সুবিধাগুলো প্রোভাইড করা যায় এসব প্রত্যাশা ব্যক্ত করেন কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার গন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট