ঝালকাঠির রাজাপুর পানিতে তলিয়ে কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু
শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
ঝালকাঠির রাজাপুর উপজেলায় খালে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পর উদ্ধার হলো কলেজ ছাত্রের মৃত্যুদেহ।
উপজেলার পুটিয়াখালি এলাকার ঝালোবাড়ি মাদ্রাসার খালে এ মর্মান্তক ঘটনা ঘটে।
পানিতে তলিয়ে যাওয়া ছাত্রের নাম শামীম হোসেন (১৯) পিতা মানিক হোসেন। শামীম চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে বাড়ির সামনে খালে গোসল করতে নেমে মাছ ধরার চুঙ্গা তুলতে যান শামীম।এ সময় হঠাৎ খালের গভীর পানির স্রোতে তলিয়ে যান তিনি।খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী দীর্ঘ সময় চেষ্টা করেও তাকে খুঁজে পাননি।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত শামীমের কোনো সন্ধান পাননি।
শনিবার (৩০ আগস্ট) সকালে আবারও এলাকাবাসী ও স্বজনরা খোঁজা খুঁজি শুরু করেন। অবশেষে দুপুর সারে বারোটার দিকে একই স্থান থেকে শামীমের লাশ উদ্ধার করে তার দুলাভাই মতিউর রহমান।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পেয়েছি লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এলাকায় নেমে এসেছে শোকের ছায়া এমন মৃত্যু পরিবার ও স্বজনদের মধ্যে গভীর বেদনা সৃষ্টি করছে।