মাগুরাতে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বিতর্ক উৎসব অনুষ্ঠিত।
মোঃ তারিকুল ইসলাম তুহিন,নিজস্ব প্রতিবেদকঃ
মাগুরায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী উপজেলা প্রশাসন বিতর্ক উৎসব-২০২৫ এর উদ্বোধন হয়েছে।
শুক্রবার ২৯ আগস্ট সকাল ৮.৩০ টার সময় মাগুরা জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে নোমানি ময়দানে এসে শেষ হয় । এতে মাগুরা সদর উপজেলার ২৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
র্যালি শেষে জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোঃ মাহবুবুল আলম। অনুষ্ঠানে প্রধান বিতর্ক ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবি)-এর চেয়ারম্যান এ. কে. এম. শোয়েব এবং বিশেষ বিতর্ক ব্যক্তিত্ব ছিলেন এমডিএফবি খুলনা অঞ্চলের তাকদিরুল গনি। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন, মাগুরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহিম, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক সহ প্রমুখ।
দিনব্যাপী এ উৎসবে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের আন্তর্জাতিক শিশু বিতর্ক রম্য, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সনাতনী স্কুল বিতর্ক ও তাৎক্ষণিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ২৬টি বিতর্ক ক্লাবের শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করে মাগুরা আদর্শ বিতর্ক সংঘ। সংগঠনের চেয়ারম্যান নাহিদুর রহমান দুর্জয় অনুষ্ঠান পরিচালনা করেন। দিনব্যাপী এ বিতর্ক উৎসব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।