মাগুরায় গ্রাম আদালতের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত।
মোঃ তারিকুল ইসলাম তুহিন,নিজস্ব প্রতিবেদকঃ
মাগুরা জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়।
বুধবার ২৭ আগস্ট সকাল ৯ টার সময় মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাগুরা জেলা প্রশাসন এর আয়োজনে ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন ৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
গ্রাম আদালত সভায় সভাপতিত্ব করেন মাগুরা স্থানীয় সরকার উপপরিচালক (ডিডিএলজি) মোঃ আব্দুল কাদের এবং সহযোগিতা ও রেজিষ্ট্রেশন করেন উপজেলা সমন্বয়কারী শিউলী আক্তার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
মাগুরা স্থানীয় সরকার উপপরিচালক (ডিডিএলজি) মোঃ আব্দুল কাদের স্বাগত বক্তব্য রাখেন এবং ইউপি সমূহের কার্যসক্ষমতা স্ব-মূল্যায়ন নির্ধারিত মানদন্ড অনুযায়ী সরবরাহকৃত সীট ব্যবহার। গ্রাম আদালত সক্রিয়করণে উপজেলা পর্যায়ে গৃহীত পদক্ষেপ সমূহ, অগ্রগতি টেকসইকরন, তুলনামূলক পিছিয়ে পড়া ইউনিয়ন সমূহের বিদ্যমান চ্যালেঞ্জ সমূহ এবং করণীয় বিষয়ে আলোচনা। ইউপি সমূহের কার্যসক্ষমতা স্ব- মূল্যায়ন ফলাফল উপস্থাপন, ইউপি পর্যায়ে বিদ্যমান সমস্যা সমূহ সমাধান এবং গ্রাম আদালত কার্যক্রম ত্বরান্বিত করার জন্য সুপারিশ সমূহ উপস্থাপন স্থায়িত্বশীল ও সকলের কাছে গ্রহণযোগ্য গ্রাম আদালতের জন্য পরবর্তী পরিকল্পনা ও করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন।
সভার উদ্দেশ্য বর্ণনা এবং ইউএনডিপি প্রতিনিধির বক্তব্য রাখেন ইউএনডিপি এনালিস্ট-৩, প্রজেক্ট কো-অর্ডিনেশন ডঃ শঙ্কর পাল।
মাগুরা এডিসিবি-৩, ডিস্ট্রিক্ট ম্যানেজার জেনারুল ইসলাম, জেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও সফলতা মূল্যায়ন জেলার ২০২৪ জুন থেকে ২০২৫ অগ্রগতি ও অন্যান্য জেলার সাথে তুলনামূলক অগ্রগতি বিশ্লেষণ গ্রাম আদালত পরিচালনায় চ্যালেঞ্জ সমূহ এবং শিক্ষনীয় দিকসমূহ এবং ইউপির জন্য করণীয় বিষয়ক দিকনির্দেশনা দেন।
মাগুরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, ইউপি কর্তৃক গ্রাম আদালত কার্যক্রম পরিচালনায় সম্ভাব্য করণীয় বিষয়ক নির্দেশনা আলোচনা করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান, মহাম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার, ইউএনডিপি শঙ্কর পাল, এইচ এম সোহেল রানা, জেলা তথ্য অফিসার পাভেল দাস, অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম, জেলা সমাজসেবা উপপরিচালক জাকির হোসেন সহ প্রমুখ।
মাগুরা চার উপজেলার ৩৬ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান বৃন্দগণের মধ্যে উপস্থিত ছিলেন, মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সালমা খাতুন, কছুন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেন, আঠারোখাদা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিকাশ কুমার ভৌমিক, শত্রুজিৎপুর চেয়ারম্যান মুফতি ওসমান গনি মুসাপুরী, রাঘবদাইড় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, হাজিপুর প্যানেল চেয়ারম্যান সুস্মিতা খাতুন পলি, কুচিয়ামোড়া চেয়ারম্যান জাহিদুল ইসলাম টিপু, বগিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল কুদ্দুস খান, গোপাল গ্রামের প্যানেল চেয়ারম্যান আশরাফুল ইসলাম, চাউলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসিনা বেগম, বেরইল পলিতা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সনজিতা রানী বিশ্বাস, হাজরাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রুহুল আমিন, শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, সব্দালপুর ইউনিয়নের চেয়ারম্যান পান্না খাতুন, আমলসার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জয়নুল আবেদীন, দ্বারিয়াপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম মাওলা, গয়েশপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসিনা খাতুন, নাকোল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম ফারুক খান বাবু, শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দিন মন্ডল, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, শতখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জসিম মোল্লা, শালিখা চেয়ারম্যান আলী হুসাইন, ধনেশ্বরগাতী প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম ও মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিক শিকদার, রাজাপুর প্যানেল চেয়ারম্যান ইউনুস আলী, বিনোদপুর প্যানেল চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহম্মদপুর প্যানেল চেয়ারম্যান নওশের আলী, বালিদিয়া চেয়ারম্যান মফিজুর রহমান, পলাশবাড়িয়া প্যানেল চেয়ারম্যান আহাদুজ্জামান, চেয়ারম্যান হোসেন মিয়া সহ প্রমুখ।
গ্রাম আদালত সভায় প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, গ্রাম আদালতে অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালত একটা শ্লোগান আছে। এছাড়াও গ্রাম আদালতে পক্ষদ্বয় নিজেরাই নিজেদের কথা বলতে পারে কোন আইনজীবীর দরকার হয় না। নারীর স্বার্থ সংশ্লিষ্ট মামলায় গ্রাম আদালতে প্যানেল সদস্য হিসেবে নারীর অংশগ্রহণ বাধ্যতামূলক। তাই সকল ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের উদ্দেশ্য বলেন আপনারা সকল ওয়ার্ডের মেম্বার সদস্য ও গ্রাম পুলিশ সদস্যদের সাথে গ্রাম আদালতের সুযোগ সুবিধা ইত্যাদি বিষয়ে আলাপ আলোচনা ও প্রচার প্রচারণা কার্যক্রম চালাবেন।
শালিখা উপজেলার শালিখা ইউনিয়ন পরিষদ ভালো কার্যক্রমে মাগুরায় প্রথম হয়েছে জানালেন চেয়ারম্যান আলী হুসাইন।