এসডিএফ মাগুরা জেলায় গ্রাম পর্যায়ে সিআরপিদের ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান
রাহুল ইসলাম হৃদয়,
জেলা প্রতিনিধি মাগুরা
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) মাগুরা জেলা অফিসের আয়োজনে ২৬ আগস্ট ২০২৫ খ্রি. মঙ্গলবার সকাল ১০ টার সময় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ল্যাবে বিভিন্ন গ্রাম সমিতির সিআরপিদের ল্যাপটপ বিতরণ করা হয়। উক্ত প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন জাকির হোসেন জেলা ব্যবস্থাপক, মাগুরা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল বাশার আঞ্চলিক পরিচালক এসডিএফ যশোর অঞ্চল। আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক (এমইএল এন্ড এমআইএস) অরুণ কুমার মন্ডল , আঞ্চলিক ব্যবস্থাপক (সি এন্ড ই) আসাদুর রহমান । উক্ত প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন সকল জেলা কর্মকর্তা অনুপ কুমার মন্ডল (এমইএল এন্ড জিএ), ১নং ক্লাস্টার অফিসের ডিইও মনি শংকর মন্ডল সহ বিভিন্ন গ্রাম সমিতির সিআরপিগন। প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে আঞ্চলিক পরিচালক কামাল বাশার বলেন, গ্রাম সমিতির দায়িত্বপ্রাপ্ত সিআরপিদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে প্রকল্পের সার্বিক অগ্রগতি এবং এলএমএস সফটওয়্যার ব্যবহার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। তিনি বেসিক কম্পিউটার ও এলএমএস বিষয়ে জ্ঞান অর্জনে সিআরপিদের দক্ষতা বৃদ্ধি এবং মাগুরা জেলার এলএমএস প্রশিক্ষণে কম্পিউটার ল্যাব ব্যবস্থাপনা দেখে প্রশংসা করেন। আঞ্চলিক পরিচালক মহোদয় প্রত্যাশা করেন উল্লেখিত জ্ঞানের আলোকে গ্রাম সমিতির সিআরপিগণ দক্ষতার সাথে সকল তথ্য পোস্টিংসহ সাংগঠনিক ও ব্যক্তি জীবনের উন্নতি সাধিত হবে। প্রশিক্ষণ শেষে গ্রাম পর্যায়ে সিআরপিদের হাতে ল্যাপটপ তুলেদেন আঞ্চলিক পরিচালক মোহাম্মদ কামাল বাশার।
এলএমএস প্রশিক্ষণটি পরিচালনা করেন জেলা কর্মকর্তা (আইটি এন্ড এমআইএস) মো. রুবেল হোসেন এবং সহযোগিতায় ছিলেন ১নং আড়পাড়া ক্লাস্টারের ডিইও মনিশংকর মন্ডল।