সৌদি আরবে অপহরণকারী দালাল চক্রের তালিকা প্রকাশ
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের টার্গেট করে ভয়াবহ অপহরণ ও জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় যাদের নাম পাওয়া যাচ্ছে, তারা হলো—
১. সজল (কিশোরগঞ্জ)
২. আকাশ (চট্টগ্রাম)
৩. অপু (সাভার)
৪. দায়েন (বুটবাজার, গাজীপুর)
৫. রিয়াজ (সরাইল থানা, ব্রাহ্মণবাড়িয়া – কুমিল্লা)
৬. পারভেজ (সরাইল থানা, ব্রাহ্মণবাড়িয়া – কুমিল্লা)
৭. মিনহাজ হোসেন শোভন (পুরানা পল্টন, নোয়াখালী টাওয়ার, ঢাকা)
৮. কামাল (ইসলামি এস্টেট ভবন, ৩য় তলা – CREATIVE International GROUP, বাড়ি বরিশাল)
৯. আকরাম
১০. জাহাঙ্গীর (ফতুল্লা, বাড়ি নারায়ণগঞ্জ, ঢাকা)
১১. ইউসুফ (বাড়ি কিশোরগঞ্জ)
🔴 তাদেরকে “ঢাকা টাইমস কোম্পানি” নামে চেনা যায়।
🔴 অফিস স্থাপন করেছে সৌদি আরবের রিয়াদ আল গুবারিয়া এলাকায়।
🔴 প্রবাসীদের প্রলোভন দেখিয়ে ক্যাম্পে আটকে রেখে জিম্মি করে টাকা আদায় করছে বলে অভিযোগ রয়েছে।
সতর্কতা বার্তা
প্রবাসী ভাইয়েরা, এ চক্র থেকে সতর্ক থাকুন।
তাদের ফেসবুক এড ও প্রলোভনের ফাঁদে পা দেবেন না।
তারা মানবপাচারকারী, দালাল ও অপরাধী চক্র—যারা আয়না ঘরে আটকে রেখে জিম্মি করে রাখে।
লক্ষ লক্ষ মানুষের জীবন নষ্ট করেছে এই চক্র।
সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ
“দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ” ও আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
প্রচারে: মো: সেলিম রানা সাংবাদিক ও মানবাধিকার কর্মী