ঝালকাঠিতে চলছে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৫তম শুভ আবির্ভাব উৎসব
বাদল চন্দ্র ধর, ঝালকাঠি সদর
ঝালকাঠি শহরে শ্রী শ্রী রাধাগোবিন্দ অঙ্গন হরিসভা মন্দিরে, মহাবতারী শ্রীশ্রী জগৎবন্ধু সুন্দর এ-র ১৫৫তম শুভ আবির্ভাব স্মরণোৎসব ২০২৫ উপলক্ষে ঝালকাঠি শহরে চার দিন ব্যাপি ধর্মীয় অনুষ্ঠান চলছে।
(২৫) আগষ্ট সোমবার ভাগবত পাঠের মাধ্যমে শুভ অধিবাসের অনুষ্ঠান শুরু হয়। সন্ধ্যায় শ্রীমদভগবদগীতা পাঠ ও আলোচনা করেন,মৃগাঙ্ক শেখর ব্রাহ্মচারী, সাধারণ সম্পাদক মহানাম সম্প্রদায়, বাংলাদেশ।
(২৬)শে আগষ্ট, মঙ্গলবার, অষ্টপ্রহর ব্যাপি শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন
(২৭)শে আগষ্ট, বুধবার, অষ্টপ্রহর ব্যাপি শ্রীশ্রী মহানাম সংকীর্তন
আগামী (২৮) আগষ্ট, বৃহস্পতিবার সংকীর্তন সহকারে নগর পরিক্রমা, দুপুরে ভোগ রাগ ও মহোৎসব উৎসব এ-র প্রসাদ বিতরণের মাধ্যমে সমাপ্ত হবে।