কুয়েটের ফজলুল হক হলের শিক্ষার্থীদের
বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মোঃ মামুন মোল্লা খুলনা জেলা প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ফজলুল হক হলের ২০১৯
ব্যাচের ছাত্রদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ফজলুল হক হলের আয়োজনে
অনুষ্ঠানটি ২৭ আগস্ট বুধবার বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট
ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়। ফজলুল হক হলের প্রভোস্ট প্রফেসর ড. কাজী
মোঃ রকিবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ)
প্রফেসর ড. বি, এম, ইকরামুল হক। এছাড়া অনুষ্ঠানে বিদায়ী ও নবীন
শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।
এরপর অতিথিবৃন্দ বিদায়ী প্রকৌশলীদের সম্মাননা স্মারক প্রদান করেন।