শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
বিদায়
সৃষ্টি কণা দাস ( কবিতা)
যে,দিন আমার দম ফুরাবে
জগৎ হবে পর,
বৃথা যাবে বন্ধু স্বজন
পাকা দালান ঘর।
অস্থির হবে বিদায় দিতে
কেউবা কাটবে বাঁশ
সারে তিন হাত মাটির ঘরে
রাখবে আমার লাশ।
তবুও মানুষ নেইকো হুস
এতো অহংকার,
ভেবে দেখো কেমনে হবে
ভব নদী পার?
জবাব দিতে হবে মোদের
এই দুনিয়ার শেষে
ভেবেছো! কি দিবে জবাব?
শেষ ঠিকানায় এসে।।