খুলনা বিআরটিএতে পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত:
মোঃ মামুন মোল্লা খুলনা জেলা প্রতিনিধি
খুলনা বিআরটিএতে পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ২৫ আগস্ট সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। বিআরটিএ খুলনা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:)উসমান সরওয়ার আলমের সভাপতিত্বে এবং মোটরযান পরিদর্শক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন খুলনা বিভাগীয় বিআরটিএ কার্যালয়ের পরিচালক(ইঞ্জি:)মো: জিয়াউর রহমান পিএএ।বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন খুলনা বিআরটিএ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মেজবাহ উদ্দিন, খুলনার ডেপুটি সিভিলে সার্জন ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হক, খুলনা কেপিআই বিভাগীয় প্রধান মোঃ মশিউর রহমান, দৈনিক কালের কন্ঠ খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পরিদর্শক মোহাম্মদ আবু বকর সিদ্দিক। ২ শতাধিক পেশাদার চালকদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।এ সময় বিশেষ অতিথিরা সড়ক পরিবহন আইন অনুযায়ী গুরুত্বপূর্ণ কতিপয় অপরাধের ধরন ও দ্বন্ড সম্পর্কে আলোচনা করেন। খুলনা সার্কেলের সহকারী পরিচালক উসমান সরোয়ার আলম (ইঞ্জিনিয়ার) ট্রাফিক চিহ্ন সম্পর্কে আলোচনা করেন। তিনি তিন প্রকার চিহ্ন বাধ্যতামূলক, সতর্কতামূলক, তথ্যমূলক চিহ্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।প্রধান অতিথি পরিচালক (ইঞ্জি:)মো: জিয়াউর রহমান বলেন আসুন সবাই আইন মেনে সড়কে চলি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি। তিনি মোটরযান চালক মালিক যাত্রী ও পথচারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। চালকদের প্রশ্ন উত্তর পর্বের মধ্য দিয়ে এ প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হয়।