ঝালকাঠি প্রেসক্লাব সভাপতির সুস্থতা কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত
শংকর দাস পবন( বার্তা সম্পাদক)ঝালকাঠি
জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৩ আগস্ট) রাত ১০টায় কলেজ রোডস্থ সংগঠনের জেলা কার্যালয়ে সহ-সভাপতি রুবেল খানের পরিচালনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি হাসনাইন তালুকদার দিবস, সহ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোর্শেদ, প্রচার সম্পাদক খলিলুর রহমান, সদস্য আব্দুর রাজ্জাক রাজুসহ আরও অনেকে।
উল্লেখ্য, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান গত ১৯ আগস্ট ব্রেইনস্ট্রোক আক্রান্ত হয়ে নিউরো সায়েন্স হাসপাতাল ঢাকা চিকিৎসায় রয়েছেন।