বাগেরহাটের ৪টি আসন পূর্নবহলের দাবীতে হরতাল ও অবরোধ ডাক দিয়েছে সর্বদলীয় কমিটি।
মোঃ কারিমুল ইসলাম উপজেলা প্রতিনিধি:
::
আগামীকাল রবিবার (২৪ আগষ্ট) বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বাত্মক সকাল সন্ধ্যা 'হরতাল ও অবরোধ' কর্মসূচি ঘোষণা করেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটি। বৃহস্পতিবার (২১ আগষ্ট) সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব মাওলানা রেজাউল করিম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ডাক দেওয়া হয়।
এদিন সকাল ৮টা থেকে বাগেরহাটসহ জেলার সবাইকে সড়ক ও নৌপথের গুরুত্বপূর্ণ পয়েন্টে 'হরতাল ও অবরোধ' পালনের আহ্বান জানিয়েছেন কমিটি।
এই দিন (২৪ আগস্ট) হরতাল ও অবরোধের আওতামুক্ত থাকবে- মাছ বাজার, কাঁচা বাজার, ফার্মেসী, হাসপাতাল, এ্যাম্বুলেন্স ও সকল পরীক্ষার্থী।
এ হরতাল ও অবরোধের আওতায় থাকবে- সকল শিক্ষা প্রতিষ্ঠান, মোংলা বন্দর, মোংলা ইপিজেড, সকল শিল্প কারখানা, খেওয়া, ফেরী, পৌরসভা, উপজেলা, পরিবহন, ব্যাংক, বীমা, দোকানসহ সকল সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠান।
এর আগে বৃহস্পতিবার (২১ আগষ্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোংলা-খুলনা, মোংলা-বাগেরহাট-ঢাকা মহাসড়কের কাটাখালি থেকে নওয়াপাড়া পর্যন্ত মহাসড়কটির দুটি স্থানে সড়কের উপর ট্রাক দাঁড় করিয়ে অবরোধ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি জামায়াতসহ সকল রাজনৈতিক দলের সর্বদলীয় সম্মিলিত কমিটি।
বাগেরহাট-৪ সংসদীয় আসন কমানোর প্রতিবাতে এর আগেও বাগেরহাট জেলাজুড়ে সর্বদলীয় সম্মিলিত কমিটি বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উল্লেখ্য, ১৯৮৪ সাল থেকে বাগেরহাট জেলায় চারটি সংসদীয় আসনে চারজন সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন। হঠাৎ করেই নির্বাচন কমিশন গত ৩০ জুলাই দুপুরে সংবাদ সম্মেলন করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয়। এরপর থেকেই বাগেরহাট জেলাবাসী ক্ষোভে ফুঁসে ওঠে। একের পর এক কর্মসূচি দিতে থাকে সর্বদলীয় সম্মিলিত কমিটি।