ঝালকাঠিতে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত
শংকর দাস পবন (বার্তা সম্পাদক) ঝালকাঠি
ঝালকাঠি শহরের কবিরাজবাড়ী সড়কে দারুসসালাম জামে মসজিদে শুক্রবার (২২ আগস্টা)জুমা বাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন যুক্তরাজ্য বিএনপি নেতা মোহাম্মদ হোসেন বাবুল। এসময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিন বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। তিনি বলেন, আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। বিগত ফ্যাসিবাদ আমলের দীর্ঘ ১৫ বছর আমি দেশে আসতে পারেনি। সম্প্রতি আমি দেশে এসেছি, আমি ঝালকাঠিবাসীর জন্য কিছু করতে চাই।
দোয়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।