শংকর দাস পবন( বার্তা সম্পাদক ) ঝালকাঠি
কষ্ট
– মু আল আমীন বাকলাই
যদি পারিস কষ্টগুলো রোদের তাপে ঝলসে নিস
যদি পারিস কষ্টগুলো জোছনা রাতে ডুবিয়ে দিস
আঁধার যখন পর্দা টেনে জানলাগুলো ভিজিয়ে দেয়
ঝরা পাতা দূর্বাঘাসে এক জীবনের গল্প কয়
ঝুম বৃষ্টির মালা গুলো গলা বেয়ে নামবে পায়
চাঁদ ঘুমানোর পরে যখন তারার আলো ম্লান হয়
কষ্ট গুলো প্যাকেট করে বস্তা ভরে মাথায় তুলে
মনের চোখে দুয়ার খুলে ফেলে দিস আঁধার তলে
কষ্ট গুলো নষ্ট অতীত খুঁজে খুঁজে নাইবা দেখিস
বুকের ভিতর তরঙ্গ ঢেউ সুখের একটা ভান করিস।