বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম,ঝালকাঠি জেলা বার ইউনিয়নের নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঝালকাঠি জেলা বার ইউনিটের নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) দুপুর ২টায় আইনজীবী সমিতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক সিনিয়র এডভোকেট মো: মোফাজ্জেল হোসেন।
সভায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন, বি এন পির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া এবং ঝালকাঠি বার ইউনিটের নবগঠিত কমিটি অনুমোদন দেওয়া ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানানো হয়।
সভা পরিচালনা করেন সদস্য সচিব এডভোকেট মো: মাহাবুব আলম কবীর।
বক্তব্য রাখেন, আহ্বায়ক কমিটির সদস্য এড. আলহাজ্ব মো: নুরুল ইসলাম, এড. নুরুল ইসলাম খান, জেলা পাবলিক প্রসিকিউটর এড. মাহেব হোসেন,এড. সোহেল আকন, এড. আক্কাস সিকদার, এড. রেজাউল হক আজিম ও ফিরোজ হোসেন।
সভায় অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে সম্মেলনের মাধ্যমে ঝালকাঠি জেলা বার ইউনিটের নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।