ঝালকাঠিতে বেপরোয়া গতির বাইক চালকের কারনে প্রান গেলো এক নিরীহ মায়ের
বাদল চন্দ্র ধর, ঝালকাঠি সদর, প্রতিনিধি
ঝালকাঠী শহরের জেলে পাড়া রোডে বেপরোয়া গতির মটর সাইকেলে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় (২রা) আগষ্ট শনিবার রাত ৯ টা ৩০ মিঃ এর সময় বরিশাল মেডিকেলে ৮দিন মৃত্যুর সাথে লড়াইয়ের পরে সন্ধ্যা রানী মালো শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত সন্ধ্যা রানী মালো সাবেক ঝালকাঠি মহাশ্মশানের প্রহরি হরেকেস্ট মালোর মেয়ে।
গত (২৭) জুলাই রবিবার বিকেল ৪টার সময় বাসা থেকে বের হলে রাস্তার পাশে হাটা সত্ত্বেও বাইক চালক বেপরোয়া গতিতে সন্ধ্যা রানী মালোকে চাপা দেয়। এতে পথে থাকা রিক্সা চালকসহ ৪জন পথযাত্রীরা আহত হয়। পরে স্থানীয়রা আহত সন্ধ্যা রানী মালোকে ঝালকাঠি হাসপাতালে নিয়ে গেলে অবস্থা খারাপ দেখে তৎক্ষনাৎ তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে প্রেরন করেন।
এরপর অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে প্রেরন করা হয়।চিকিৎসার খরচ বহন করতে না পেরে পরে বরিশাল মেডিকেলে নিয়ে আসার পরে তিনি মারা যান।
বাইকের আহতের কারনে তার মাথায় আঘাত পান,কোমর ভেঙে যায়,ডান পাও ভেঙে যায় সন্ধ্যা রানী মালোর ।
উল্লেখ্য মিনি পার্ক,মহিলা কলেজ,গার্লস স্কুল, বাহের রোড সহ শহরে উঠতি বয়সী কিছু ছেলেরা প্রতিদিন ই বেপরোয়া মটর সাইকেল চালালেও পুলিশের কোন তৎপরতা না থাকায় এ ধরনের আরো ঘটনা ঘটার সম্ভাবনা।