ফুলপুরে কৃষকদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ফয়জুর রহমান (ময়মনসিংহ) প্রতিনিধিঃ(২আগস্ট শনিবার )
বিকাল ৫ ঘটিকার সময় ময়মনসিংহের ফুলপুর উপজেলাধীন ৮নং রুপসী ইউনিয়ন কৃষকদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রুপসী ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মজিবর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলহাজ্ব আবুল বাসার আকন্দ । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম শফিক, সভাপতি ফুলপুর উপজেলা কৃষকদল। অনুষ্ঠানটির উদ্ভোধন করেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মাস্টার সাবেক সহ-সভাপতি ফুলপুর পৌর বিএনপি,আব্দুস সামাদ আকন্দ সাবেক কৃষি বিষয়ক সম্পাদক উপজেলা বিএনপি, দেলোয়ার আহমেদ সাবেক সমাজকল্যাণ সম্পাদক উপজেলা বিএনপি, সোয়েবুর রহমান সোহেল সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক উপজেলা বিএনপি, আব্দুল্লাহ আল ইল্লাল সভাপতি পৌর কৃষকদল,আবুল হাসান মানিক সাধারণ সম্পাদক ফুলপুর পৌর কৃষক দল, ইন্জিনিয়ার বিল্লাল হোসেন, সহ সাধারণ সম্পাদক ফুলপুর উপজেলা কৃষকদল সহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ। কৃষক দলের বিভিন্ন ওয়ার্ড কৃষক দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল ছাত্রদল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতা কর্মীগন সম্মেলন স্থলে উপস্থিত হয়ে শ্লোগানে মুখরিত করে তুলেন । অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন। অনুষ্ঠানে অতিথি বৃন্দ তাদের বক্তব্যে বলেন বর্তমান সময়ে দেশ একটা ক্লান্তিকাল পার করছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিনষ্টের জন্য দেশী ও বিদেশী ষড়যন্ত্র চলছে।বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে একটা শ্রেনী বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছে। যারা ধর্মকে পুঁজি করে মানুষকে বিভিন্ন ভাবে ধোকা দিচ্ছে। তাই এই সময়ে আমাদের ঐক্যের কোন বিকল্প নেই। বক্তাগন আরোও বলেন আমাদের দলের মধ্যেও কিছু দুষ্কৃতকারী ডুকে গেছে যারা বিএনপিকে বিতর্কিত করার জন্য বিভিন্ন অপ্রকর্ম করে যাচ্ছে। এসকল দুষ্কৃতকারীদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। প্রয়োজনে এদেরকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। বিএনপিতে কোন চাঁদাবাজ, সন্ত্রাসীর ঠাই নেই।
এ বিষয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় কঠোর অবস্থানে রয়েছেন। তিনি পরিষ্কার ভাবে বলে দিয়েছেন কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীর স্থান বিএনপিতে হবে না বলে তিনি সতর্ক করে দিয়েছেন।