ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো: শাহ আলম ইন্তেকাল করেছেন
শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি, ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ঝালকাঠি জেলা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সরদার মো : শাহ আলম ইন্তেকাল করেছেন।
বুধবার ( ৩০ জুলাই) ভোররাতে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটা মেয়ের বাসায় তিনি শেষ নি: শ্বাস ত্যাগ করেন।মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার ভোররাত ৪ টার দিকে হঠাৎ শ্বাসকষ্ঠ দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য প্রস্ততি নেওয়া হচ্ছিল। কিন্তু কিছুখনের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বুধবার আসরের নামাজের পর ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দলমত নির্বিশেষে হাজারো মানুষ উপস্থিত হয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানান।পরে মরহুম কে ঝালকাঠি পৌরসভার পুরাতন গোরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে ঝালকাঠির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।