ঝালকাঠির রাজাপুর মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ, বিচার চেয়ে মানববন্ধন ও ঝাড়ু মিছিল
শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
ঝালকাঠির রাজাপুরের উত্তমপুর গুচ্ছগ্রাম এলাকায় এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলার আসামি আদর্শ গ্রাম নূরানী কিন্ডারগার্টেন মাদ্রাসার শিক্ষক শাহাদাৎ হোসেন কে গ্রেফতার ও তার বিচারের দাবিতে মানববন্ধন এবং ঝাড়ু মিছিল করেছে এলাকা বাসি।
শুক্রবার (১ আগস্ট) সকালে রাজাপুরের উত্তমপুর সড়কের গুচ্ছ গ্রাম এলাকায় এ মানববন্ধন ও ঝাড়ু মিছিল হয়।
এ সময় বক্তব্য রাখেন স্থানীয় মারিয়া বেগম, মিতু আক্তার আউয়াল হোসেন,আমির তালুকদার সহ আরও অনেকে।
বক্তারা বলেন, মাদ্রাসার শিক্ষক শাহাদাৎ হোসেন দীর্ঘদিন ধরেই বিভিন্ন ভাবে শিশুদেরকে যৌন হয়রানি করে আসছে। গর্ত ২৮ জুলাই দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে তার কক্ষে নিয়ে যৌন নিপীড়ন চালায়।
এ ঘটনায় শিশুটির পরিবার মামলা করলেও পুলিশ আসামিকে গ্রেফতার না করতে পারায়, দ্রুত আসামিকে গ্রেফতার ও বিচারের দাবি জানান বক্তারা। এ ব্যাপারে রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক শাহাদাৎ হোসেন পালাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।