কুমারখালীতে জমিজমা সংক্রান্ত বিরোধ লেগে চাচাতো ভাইয়ের হাত কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ।
এস এম কনক কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
কুষ্টিয়া কুমারখালী উপজেলা জোতমোড়া জমিজমা সংক্রান্ত বিরোধ লেগে চাচাতো ভাইয়ের চাচাতো ভাই হাত কেটে নেওয়ার অভিযোগ উঠেছে,দীর্ঘদিন যাবত আমার চাচাতো ভাতিজা মোঃ আব্দুল আলিম (৩৫), পিতা- মৃত নবির উদ্দিন শেখ, গ্রাম জোতমোড়া মধ্যপাড়া পাড়া জমি ‘জমা সহ বিভিন্ন বিষয়ে শত্রুতা চলিয়া আসিতেছে। ইং ২৪/০৭/২০২৫ তারিখ সকাল অনুমান ৮.০০ , লোহার রড, হাতুড়ী, কাঠের বাটাম, বাঁশের লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হইয়া বেআইনী ভাবে আমার চাচাতো ভাতিজা আলিম এর বাড়ীর মোড়ের চাচাতো ভাতিজা আলিম ঘর হইতে আমার চাচাতো এর মধ্যে অনধিকার প্রবেশ করে তাহাদের ৪২৭/৫০৬/ বাহির হইয়া আসামীদের গালিগালাজ করিতে নিষেধ করা মো : হাছেন আলী, বলে শালাদের মেরে জানে শেষ করে ফেল। হুকুম পাওয়া মাত্র আনিছুর তাহার হাতে কোড রুক্ত থাকা ধারালো ডাঁশা দিয়া হত্যার উদ্দেশ্যে আমার চাচাতো ভাতিজা আলিম এর মাথায় স্বজোরে কোপ কথ মারে , উক্ত কোপ আলিম বাম হাত দিয়া ঠেকাইলে বাম হাতের কনুইয়ের উপর লাগিয়া হাত কেটে মাংস রণ কাটিয়া গুরুতর রক্তাক্ত জখম হয় এবং হাত শরীর হইতে বিচ্ছিন্ন হয়ে যায়, হাবিবুর রহমানের তাহার হাতে থাকা ধারালো হাসুয়া দিয়া হত্যার উদ্দেশ্যে আমার ভাতিজা আলিম এর মাথার ডান পাশে স্বজোরে কোপ মেরে হাড় মাংস কাটিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। মো: আকমল, হাতে থাকা ধারালো বেকী দিয়া হত্যার উদ্দেশ্যে আমার ভাতিজা আলিম এর মাথার বাম পাশে স্বজোরে কোপ মেরে হাড় মাংস কাটিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। মো: হাসেন হাতে থাকা ধারালো হাসুয়া দিয়া হত্যার উদ্দেশ্যে আমার ভাতিজা আলিম এর মাথার উপর স্বজোরে কোপ মারিলে উক্ত কোপ আমার ভাতিজা আলিম এর বাম কানে লাগে কেটে মাথা বিচ্ছিন্ন করে যায়। ৫নং আসামী তাহার হাতে থাকা ধারালো হাসুয়া দিয়া হত্যা নিশ্চিতে আমার ভাতিজা আলিম এর ডান পিঠে স্বজোরে কোপ মারিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। আমার ভাতিজা আলিম মাটির উপর পড়ে যায়,
এই মর্মে কুমারখালী থানায় একটি এজাহার দাখিল করে ছাকেন আালী। কুমারখালী থানার তদন্ত মো: আমিরুল ইসলাম বলেন অভিযোগ হাতে পেয়েছি তদন্ত করে আসামিদের আইনগত ব্যবস্থা নেয়া হবে।