কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের নতুন শাখা কমিটি গঠন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
গত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন ধরনের বাধা, বদলি, মামলা ও হামলার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের শাখা কমিটি গঠন সম্ভব হয়নি। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর, দেশের পরিস্থিতির পরিবর্তনের মধ্য দিয়ে, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দিকনির্দেশনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদের বিভিন্ন দাবি আদায় এবং বাংলাদেশ রেলওয়েকে আধুনিকায়ন ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্দেশ্যে শাখা কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়।
দীর্ঘ যাচাই-বাছাই শেষে, গত ২৯ জুন ২০২৫ ইং তারিখে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মোঃ সাইফুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন জনাব মোঃ আবুল হাশেম। ২৩ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে আছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব নুর উদ্দিন ভূঁইয়া বাদল, যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম ও জনাব আশরাফ উদ্দিন সহ আরও অনেকে।
কেন্দ্রীয় কমিটির অনুমোদনে গঠিত এই নতুন কমিটি রেলওয়ে শ্রমিকদের সংগঠিত করে তাদের স্বার্থ রক্ষায় এবং রেলওয়ে বিভাগের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।