জমি বিরোধের জেরে ঘরে হামলা ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন
কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের কালিকা বাড়ি গ্রামে ঘরে ঢুকে দরজা ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আক্কাছ আলী কিশোরগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মোঃ আক্কাছ আলী (৪৮), পিতা মৃত আঃ মালেক, পেশায় দিনমজুর, দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে নিজ বাড়িতে বসবাস করে আসছেন। তার অভিযোগ, পূর্ব বিরোধের জের ধরে গত( ৩০ জুলাই ) দুপুর প্রায় ১২টা ৩০ মিনিটের দিকে স্থানীয় প্রতিপক্ষ মোঃ ওমর আলী (পিতা: মোঃ ছাবেত আলী) ও তার ছেলে রাসেল মিয়া (২৫), আউয়াল মিয়া (৪৫), রনি মিয়া (১৮)সহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি সংঘবদ্ধভাবে তার বাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা প্রথমে বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের দরজা ও জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় ঘরে থাকা ৪৫ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন এবং অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়া তারা বাদীর স্ত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
স্থানীয় বাসিন্দারা জানায়, এলাকায় জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও প্রতিপক্ষের পক্ষ থেকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করা হয়।
ভুক্তভোগী মোঃ আক্কাছ আলী বলেন, “আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি ও আমার স্ত্রী সন্তানেরা আতঙ্কে দিন কাটাচ্ছি। থানার মাধ্যমে আইনি সহায়তা চেয়েছি, আশা করছি পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।”
কিশোরগঞ্জ মডেল থানার ওসি বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।