কিশোরগঞ্জে ৪১ লাখ টাকার ড্রেন নির্মাণ শুরু
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের পাকুন্দিয়া রোডের ভাওয়ালিয়া বাড়ি থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী ও বিএনপির কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
এ সময় সাবেক জেলা আমীর অধ্যক্ষ মাওলানা তৈয়বুজ্জামান, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম, ৮ নং ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা আবু হানিফ, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী ফারুক আহমদ, ঠিকাদার মমিনুল হক মোফাসসেল ও ব্যবসায়ী আনোয়ারুল হক রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পৌরসভা সূত্রে জানা যায়, প্রায় ৪১ লাখ ৫২ হাজার ৩০৩ টাকা প্রাক্কলিত ব্যয়ে ড্রেনটি নির্মিত হবে।