নারী কেবল দোষী
তাছলিমা আক্তার মুক্তা
পুরুষ তুমি বুঝলে না তো
নারী কিসে খুশি ,
পান থেকে চুন খসলেই
নারী কেবল দোষী ।
সব নারী’কে ওজন করোনা
এক পাল্লাতে মেপে ,
কিছু নারী এমনও হয়
নিজেকে রাখে ঢেকে ।
ভেতর ভেতর কষ্ট পুষে
নিজেকে করে শেষ ,
উপর থেকে হাসি খুশি
ভেতর কষ্টের দেশ ।
বরফ যেমন আঘাতে আঘাতে
করে বজ্রপাতের সৃষ্টি ,
নারীও তেমনি আঘাতে আঘাতে
হৃদয়ে পুষে বৃষ্টি ।
বুক পাঁজরে জমানো ব্যথার
খুশির কারণ পুরুষ ,
শতকোটি বার ভালোবাসি শুনেও
ফিরে না পুরুষের হোস ।