কুষ্টিয়া বিজেপির অভিযানে অবৈধ অস্ত্রসহ দুই জন গ্রেফতার।
এস এম কনক : জেলা প্রতিনিধি কুষ্টিয়া: কুষ্টিয়া
ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ প্রাগপুর বিওপি'র বিশেষ টহল দলের পৃথক ২টি অভিযান পরিচালনার মাধ্যমে ২ জন আসামীসহ ১টি বিদেশী পিস্তল, ১টি শর্ট গান, ১টি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান পিএসসি এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। তিনি আরো উল্লেখ করেন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ১৬ জুলাই রাত আনুমানিক ২:৫০ সময় হাবিলদার মো কুদ্দুস (নম্বর-৬৩৩৯২) এর নেতৃত্বে প্রাগপুর বিওপি'র বিশেষ টহল দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে ঠোটারপাড়া বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার অন্তর্গত পাকুড়িয়া দক্ষিণপাড়ার বাসিন্দা মোঃ মঞ্জিল সর্দার (৪৩), পিতা: মৃত রহমত সর্দার, গ্রাম: পাকুড়িয়া, ডাকঘর: মহিষকুন্ডি, থানা: দৌলতপুর, জেলা: কুষ্টিয়া-কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে তার কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করলে তার বাড়ির উঠানের গোয়ালঘর থেকে ০১টি শর্ট গান এবং ০১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরবর্তীতে, আটককৃত মঞ্জিল সর্দারের দেয়া তথ্য অনুযায়ী জয়পুর বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকায়, পাকুড়িয়া ৬ পরিবার গ্রামের তার ভাতিজা মোঃ টুটুল৷ সর্দার (২৫), পিতা: শফিকুল সর্দার, গ্রাম ও ডাকঘর: পাকুড়িয়া, থানা: দৌলতপুর, জেলা: কুষ্টিয়া-এর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চাউলের ড্রামের ভিতর লুকানো অবস্থায় ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন এবং ০২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে মঞ্জিল সর্দার স্বীকার করে যে, তারা দুই দিন পূর্বে জয়পুর সীমান্তবর্তী ভারতীয় এলাকার এক ভারতীয় নাগরিকের নিকট থেকে উক্ত অস্ত্রসমূহ অবৈধভাবে সংগ্রহ করে।
উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও ম্যাগাজিনের আনুমানিক সিজার মূল্য ১,১৬,৬০০/- (এক লক্ষ ষোল হাজার ছয়শত) টাকা।
আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক অস্ত্র ও গোলাবারুদ এবং ম্যাগাজিনসহ দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও, সংশ্লিষ্ট ভারতীয় অস্ত্র পাচারকারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের কার্যক্রমও অব্যাহত রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান, বিশেষ করে মাদক ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ রোধে অঙ্গীকারবদ্ধ। সম্প্রতি পরিচালিত অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার বিজিবি'র সন্ত্রাস ও চোরাচালান বিরোধী কার্যক্রমের প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবি'র কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।