ঝালকাঠিতে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর এমপিও ভুক্তর দাবিতে মানববন্ধন
শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
বাংলাদেশের সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই)সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে জেলার সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক - কর্মচারি অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন,বাংলাদেশে প্রতিবন্ধী বিদ্যালয়ের সমন্বয় পরিষদ ঝালকাঠি জেলা শাখার সভাপতি রাবেয়া আক্তার সুমি,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক আমির হোসেন তালুকদার সহ আরও অনেকে। বক্তারা বলেন, পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বিদ্যালয়গুলো ২০১৯সালে সমাজ কল্যাণ মন্ত্রানালয় বিদ্যালয় গুলোর স্বীকৃতি ও এমপিওর জন্য প্রজ্ঞাপণ দিয়ে অনলাইনে আবেদন নেয়।পরে স্বীকৃতি ও এমপিও কমিটি গঠন করে।ক,খ,গ শ্রেণিতেবিভক্ত করা হয়। কিন্তু বিগত সরকার আমলে সারা দেশের ৬৩ হাজার শিক্ষক - কর্মচারী স্বীকৃতি ও এমপিও ভূক্তির অপেক্ষায় থেকে মানবেতর জীবনযাপন করছে।
তারা আরও বলেন, বিগত স্বৈরাচারী সরকার আমলে চরম ভাবে বৈষম্যের শিকার হয়েছে।আমরা বিদ্যালয় গুলোর স্বীকৃতি ও এমপিও ভূক্তির জোড় দাবি জানাচ্ছি।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সমাজ কল্যাণমন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় শিক্ষক - কর্মচারীরা।