কিশোরগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
২০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে জোর প্রস্তুতি
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন
কিশোরগঞ্জে আসন্ন ২০ জুলাই “সবুজ পল্লবে স্মৃতি অম্লান” শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে জাতীয়তাবাদী কৃষকদল ও ‘আমরা বিএনপির পরিবার’-এর যৌথ উদ্যোগে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুলাই) দুপুরে ঐতিহাসিক রথখলা এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজাহারুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব ওবায়দুল্লাহ ওবায়েদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন ছোটন, আব্দুল কাদির, হারুন সরকার ও রাসেল প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষক দলের সভাপতি এমদাদুল হক রাসেল, সদর পৌর কৃষকদলের আহ্বায়ক তৌহিদ হোসেন, সদস্য সচিব মোঃ মাহফুজুল হক খান (জিকু) সহ জেলার ২১টি ইউনিটের কৃষকদল নেতাকর্মীবৃন্দ।
বক্তারা বলেন, শহীদদের স্মরণে ও পরিবেশ রক্ষায় এই বৃক্ষরোপণ কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা দলের কর্মী ও জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করবে।