সিরাজগঞ্জে সৎ মায়ের হাতে খুন শিশু বাচ্চা।
মোঃ কাওছার হোসেন নয়ন,
সিরাজগঞ্জ ক্রাইম রিপোর্টার।
সিরাজগঞ্জে কামারখন্দে কুঠির চর গ্রামে “”সৎ মায়ের হাতে খুন হল শিশু হাজেরা( ৭) প্রথম শ্রেণী শিশু
দুপুর ১২ টার দিক থেকে শিশু হাজেরা কে পাওয়া যাচ্ছিল না
অনেক খোঁজাখুঁজির পর।স্থানীয় জনগন বলেন তার সৎ মা তাকে হত্যা করে বস্তাবন্দি করে বালতিতে রেখে দেয় ঘরের ভিতরে। পরে আশেপাশের লোকজন টের পেয়ে মৃত হাজেরা কে বের করে
ভিডিপি সেচ্ছাসেবী সদস্য মোতালেব হোসেন সন্ধ্যা ৬ টার দিকে কামারখন্দ থানার ওসি মহোদয় কে ফোন করিলে সাথে সাথে। ডিউটি রত অফিসার ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
শিশু হাজেরার লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
ডিউটি রত অফিসার জানান হত্যাকারীকে ধরার জন্য তৎপর রয়েছে কামারখন্দ পুলিশ।