বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দিঘলিয়া উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালন
মোঃ মামুন মোল্লা খুলনা জেলা প্রতিনিধি
‘ন্যায্য ও সম্ভাবনার বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে খুলনার দিঘলিয়া উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান।
১৪ জুলাই সোমবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাবুবুল আলম, মেডিকেল অফিসার (এম এইচ-এফপি) ডাঃ সুলতানা জিনাৎ ফাতেমা ও দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস।