ঝালকাঠি বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে (এন সি পি) কর্মসূচি সংক্ষিপ্ত
শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
মাস ব্যাপী জুলাই পদযাত্রার ১৩ তম দিনে ঝালকাঠি বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে কর্মসূচি সংক্ষিপ্ত করে ঝালকাঠি ত্যাগ করেন এন সি পি কেন্দ্রীয় নেতারা।
রবিবার (১৩ জুলাই) সন্ধ্যায় ঝালকাঠি শহরের কাপুড়িয়াপট্টিতে এন সি পি পথসভা করেন।সভায় কেন্দ্রীয় কমিটির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে, যারা দখল, চাঁদাবাজি, ছিনতাই ও কমিশনের রাজনীতি করেতে চায় তাদের মানুষ যে ভাবে শেখ হাসিনাকে বিদায় করেছেন সেভাবে তাদের ও বিদায় করবে।সমাবেশে আরও বক্তব্য রাখেন এন সি পি কেন্দ্রীয় নেতা আখতার হোসেন, সামান্তা শারমিন, ডাক্তার মাহমুদা মিতু,মশিউর রহমান সহ অনেকে।তারা বলেন,নতুন রাষ্ট্র ব্যবস্হা গড়তে হলে শোষণ মূলক সংস্কৃতি ও সুবিধাবাদী রাজনীতির সঙ্গে কোনো আপস চলবে না। জুলাই সনদের মধ্য দিয়েই জাতির মুক্তির পথ রচিত হবে। সমাবেশ শেষে ঝালকাঠি ত্যাগ করার সময় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে পড়েন এন সি পি নেতারা।শিক্ষার্থীরা তাদের গাড়ি বহর আটকে দিয়ে অভিযোগ করেন,ঝালকাঠি এন সি পি ইউনিট বিতকির্ত ব্যক্তিদের অন্তভূক্ত করা হয়েছে, যারা অতীতে দমন - পীড়নের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে এন সি পির, ঝালকাঠি জেলা শাখার প্রধান সমন্বয়ক মাঈনুল ইসলাম মান্না বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি কমিটি গঠনের আগে- পরে আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছি।
রাতে বৈষম্য বিরোধী শিক্ষার্থী নেতারা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করবে বলে দৈনিক আজকের জনতার কথা পত্রিকাকে জানানো হয়েছে।