জিসান প্রকৌশলী হতে চায়।
মোঃ আব্দুল কুদ্দুস, বার্তা সম্পাদক, সিরাজগঞ্জ
জেলার সদর উপজেলার ১নং রতনকান্দি ইউনিয়নের অন্তর্গত খোর্দ্দবয়রা গ্রামের সন্তান বর্তমানে বগুড়ার পশ্চিম ঠনঠনিয়ার বাসিন্দা জনাব আনোয়ার হোসেন ও জান্নাতুল ফেরদৌসী দম্পতির একমাত্র পুত্র আহনাফ জাওয়াদ জিসান এ বছর বগুড়া জিলা স্কুল থেকে গড়ে ৯৫% নাম্বার সহ এ+ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তার বুয়েটে পড়ার অদম্য ইচ্ছে। এ লক্ষ্যেই এখন থেকেই প্রস্তুতি নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। জিসান খোর্দ্দবয়রা গ্রামের প্রয়াত ডা. আব্দুল মোত্তালিবের দৌহিত্র এবং 'দৈনিক আজকের গোয়েন্দা সংবাদে'র রাজশাহী বিভাগের ব্যুরো প্রধান এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ আনিসুর রহমানের ভাতিজা। জিসান ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়। জনাব রহমান জিসানের ভবিষ্যৎ মঙ্গলের জন্য সবার কাছে দোয়া কামনা করেন ।