আফিল গেট রেলক্রসিংয়ে ট্রেন-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে বহু হতাহত, গেটম্যান পলাতক
মোঃ মামুন মোল্লা খুলনা জেলা প্রতিনিধি
আফিল গেট রেলক্রসিংয়ে ট্রেন-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে বহু হাতাহতে খবর পাওয়া গেছে। সংঘর্ষে ট্র্যাকটি দুমড়ে মুছড়ে যায় এবং মহানন্দা এক্সপ্রেসের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল ১৪ জুলাই রাত ৮ টার দিকে আফিল গেট রেলক্রসিং এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে রেলক্রসিং এর গেটম্যান না থাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর পরই ফায়ার সার্ভিস তাহলে পৌঁছে অভিযান শুরু করেন। এ ঘটনার পর থেকে গেটম্যান পলাতক রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা খুলনা গামী মহানন্দা এক্সপ্রেস গতকাল রাত ৮ টার দিকে আফিলগেট রেলক্রসিংয়ে আসলে রেল ক্রসিংয়ের গেটম্যান গেট বন্ধ না করায় একটি ট্রাক রেললাইনের উপর উঠে পড়লে ট্রেন ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে হয়। সংঘর্ষে ট্রাক্টর মুছে যায় এবং ট্রেনের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা জানিয়েছে ঘটনার পর ট্রেন এবং ট্রাক ড্রাইভারকে খুঁজে পাওয়া যাই নাই। তবে স্থানীয় একাধিক জানান দুর্ঘটনায় একজন নিহত এবং বহু ট্রেনের যাত্রী আহত হয়েছে। আহতদেরকে ফায়ার সার্ভিস উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও খুলনা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করেন।
এ ঘটনার পর থেকে গেটম্যান পলাতক রয়েছে এবং খুলনা-যশোর রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ।
স্থানীয়দের অভিযোগ, আফিল গেট রেলক্রসিং একটি গুরুত্বপূর্ণ রেলক্রসিং। কর্তব্যরত গেটম্যান দায়িত্বে অবহেলার কারণে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।
রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছিল। তাৎক্ষণিকভাবে তারা তাহাদের কোন সঠিক পরিসংখ্যা দিতে পারেনি।