মিটফোর্ডে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে মোংলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত
বাগেরহাট জেলা প্রতিনিধি গোলাম মাওলা
মিটফোর্ড হাসপাতালে ঘটে যাওয়া বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। ১২ জুলাই শনিবার বাদ আসর মোংলার বিএলএস জামে মসজিদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, বাগেরহাট জেলা শাখার নায়েবে আমির, রামপাল-মোংলার গণমানুষের নেতা, জামায়াতের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আবদুল ওয়াদুদ। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ওয়াদুদ বলেন, “মিটফোর্ডে একজন নিরপরাধ মানুষকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা শুধু নৃশংসতাই নয়, এটি মানবতার চরম অবমাননা। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের জনগণ আর কোন নিরীহ মানুষকে এভাবে হারাতে চায় না।” এসময় আরও বক্তব্য রাখেন মোংলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু হানিফ, উপজেলা নায়েবে আমীর, সাবেক সফল ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট অধ্যাপক মোঃ কোহিনুর সরদার, পৌর জামায়াতের আমীর এম এ বারী, সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ হোসেন প্রমুখ। বক্তারা সবাই সরকারের নিকট দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং জনগণকে এ ধরনের অমানবিক ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। বিক্ষোভ মিছিলে মোংলা উপজেলা ও পৌর জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।