পাকুন্দিয়ায় নৌকাডুবিতে দুই বোনের মৃত্যু
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ব্রহ্মপুত্র নদে ডিঙি নৌকাডুবিতে দুই বোনের মৃত্যু হয়েছে। নিখোঁজের ১৮ ঘণ্টা পর শনিবার (১২ জুলাই) দুপুরে ছোট বোন ফারিয়া রহমান নীহা (৯)-এর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকি বেড়িবাঁধ এলাকায় পরিবারসহ ঘুরতে গিয়ে একটি ছোট ডিঙি নৌকায় ওঠেন আবদুর রহমান ও তার স্ত্রী-সন্তানেরা। নৌকাটি স্পিডবোটের ঢেউয়ে উল্টে গেলে চারজন নদীতে পড়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আবদুর রহমান, তার স্ত্রী ও বড় মেয়ে কাশ্মীরা রহমান নীলা (১৮)-কে উদ্ধার করলেও ঘটনাস্থলেই নীলার মৃত্যু হয়। ছোট মেয়ে নীহা নিখোঁজ থাকে।
নিহত দুই বোন কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের বাসিন্দা। বড় বোন কাশ্মীরা গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থী এবং ছোট বোন ফারিয়া কটিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির পাশে থাকা হবে।”
স্থানীয়রা জানান, দক্ষিণ চরটেকি বেড়িবাঁধ এলাকায় পর্যটকদের ভিড় বাড়লেও নেই নিরাপত্তা ও তদারকি। তারা এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।