কুমিল্লার চান্দিনা বাস স্টেশন এ সোহাগ হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে এন সি পির মানববন্ধন
এ কে এম আজাদ
বিশেষ প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বাসস্টেশনে ব্যবসায়ী সোহাগ হোসেনকে নির্মমভাবে হত্যাকান্ডের ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন, নাগরিক পার্টি এন সি পি, আজ শনিবার দুপুর বারোটায় চান্দিনা উপজেলার বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নাগরিক পার্টির সভাপতি আবুল কাশেম অভির নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন,
নাগরিক পার্টি কুমিল্লা জেলার যুগ্ন সমন্বয়কারী মো শরীফুজ্জামান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চান্দিনা উপজেলার মুখপাত্র মেহেদী হাসান রিফাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য শাহ পরান , যুগ্ন সদস্য সচিব আবু সাঈদ
যুব অধিকার পরিষদ কুমিল্লা উওর জেলা এম এ জামান, ইকবাল বাহার, গাজী আলাউদ্দিন, চান্দিনা উপজেলা হেফাজত ইসলামের উপজেলা যুগ্ন আহ্বায়ক আবু বকর সিদ্দিক, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় চান্দিনা উপজেলা নাগরিক পার্টির সভাপতি আবুল কাশেম অভি বলেন, লন্ডনে বসেই আপনি আপনার দল পরিচালনা করছেন, তাও আবার দল পরিচালনা করতে ব্যর্থ হচ্ছেন। এমন রাজনীতি মানুষ ঘেন্নার চোখে দেখে।