সাংবাদিক পুত্র সাদিক হোসেন রাফি এস এস সিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে
মোঃ মামুন মোল্লা খুলনা জেলা প্রতিনিধি
ঃ সাংবাদিক পুত্র মোঃ সাদিক হোসেন রাফি সদ্য প্রকাশিত এসএসসি-২০২৫ পরীক্ষার ফলাফলে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে । সাদিক হোসেন রাফি গভঃ ল্যাবরেটরি হাই স্কুল খুলনা থেকে বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে এসএসসিতে কৃতীত্বের সাথে উত্তীর্ণ হয়।
মেধাবী শিক্ষার্থী সাদিক হোসেন রাফি দৈনিক প্রবাহের খানজাহান আলী থানা প্রতিনিধি, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সহ-সভাপতি, খানাবাড়ী ঈদগাহ কমিটির দপ্তর সম্পাদক এবং খানাবাড়ী শাহী জামে মসজিদ কমিটির অর্থ সম্পাদক মোঃ শফিউদ্দিন শফি’র একমাত্র পুত্র সন্তান। সাদিক হোসেন রাফি জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। ভবিষ্যতে মোঃ সাদিক হোসেন রাফি পাইলট হতে চায়। তার ছোট বোন দ্বিতীয় শ্রেনীতে পড়ে।
পুত্রের এই সাফল্যে সাংবাদিক শফিউদ্দিন মহান আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলেন, তার অসাধারণ এ কৃতীত্বের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তার মা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, পাটটাইম শিক্ষকগণ। তিনি তার ছেলে রাফি সাফল্যের ধারা অব্যাহত রেখে ভবিষ্যতে তার ইচ্ছা পুরণ করতে পারে সে জন্য সকলের নিকট আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন।