ঝালকাঠিতে শ্রী গুরুসঙ্ঘ প্রতিষ্ঠাতা শ্রী শ্রীমদ দূর্গা প্রসন্ন পরমহংস দেবের স্মরণে ৫২ তম বাৎসরিক উৎসব পালন
শংকর দাস পবন ( বার্তা সম্পাদক ) ঝালকাঠি
ঝালকাঠি শ্রী শ্রী রাধাগোবিন্দ হরিসভায় শ্রী গুরু সঙ্ঘ প্রতিষ্ঠাতা শ্রী শ্রীমদ দূর্গা প্রসন্ন পরমাহংস দেবের স্মরণে ৫২ তম বাৎসরিক উৎসব ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার ৬ জুলাই থেকে ১২ জুলাই শনিবার পর্যন্ত ৭ দিন ব্যাপী ঝালকাঠি শ্রী শ্রী রাধা গোবিন্দ অঙ্গন হরিসভায় নানা আয়োজনে হাজারো ভক্তদের উপস্থিতে পালন করা হচ্ছে। অনুষ্ঠান সূচির মধ্যে গুরুদেবের পূজার্চনা, ভোগারতি,সন্ধ্যারতি,প্রতিদিনসহ ৬ জুলাই সন্ধ্যায় কুমারী পূজা রায়ের পদাবলী কীর্তন,৮ জুলাই মঙ্গলবার উৎসব অঙ্গনের সঙ্ঘ পতাকা উত্তোলন, বিকাল ৩টায় ধর্মীয় বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা সহকারে শহর প্রদক্ষিণ,সন্ধ্যায় খুলনা থেকে আগত শ্রী প্রবোধানন্দ দাস গোস্বামীর কন্ঠে ভাগবত পাঠ ও ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে।
আগামী ১২ জুলাই শনিবার শোভাযাত্রা সহকারে নগর কীর্তন ও দুপুরে মহাউৎসবের প্রসাদ বিতরনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হবে।