চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি ফলাফল প্রকাশ ২০২৫
এ কে এম আজাদ
বিশেষ প্রতিনিধি
প্রত্যেক বছরের ন্যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে এসএসসি পরীক্ষার ২০২৫ ফলাফল ঘোষণা করা হয়, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে, কুমিল্লার চান্দিনা উপজেলার, চান্দিনা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এর, ২০২৫ ইংরেজি সালের পরীক্ষার্থী ছিলেন মোট ১১৯ জন, পরীক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১৫ জন, ছাত্র ছাত্রী উত্তীর্ণদের মাঝে জিপিএ ৫
৫৩ জন পেয়েছে, উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মাঝে অনেক অনন্দ উল্লাস লক্ষ্য করা গিয়েছে, উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন, চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি প্রধান শিক্ষক ও সকল শিক্ষকমন্ডলীদের প্রতি, এ সময় প্রধান শিক্ষক ও শিক্ষক মন্ডলীগণ বলেন, আমরা স্কুলে ভালো ফলাফলে আনন্দিত, ভবিষ্যতের শিক্ষার মান উন্নয়নে সকল শিক্ষক ও শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রীদের পাঠদানে সদা সতেষ্ট থাকিব, শিক্ষকমন্ডলীগণ আরো বলেন শিক্ষার মান উন্নয়নে, অভিভাবক ও শিক্ষা অনুরাগীদের সহযোগিতা কামনা করেন।