পাকুন্দিয়ায় গলায় ফাঁস দিয়ে ভারসাম্যহীন শিশুর আত্মহত্যা
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধ আল আমিন
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক মানসিক ভারসাম্যহীন শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহত শিশুর নাম সুমনা (১১)। সে উপজেলার নারান্দী ইউনিয়নের নারান্দী গ্রামের মো. কফিল উদ্দীনের মেয়ে।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৫টার দিকে নারান্দী উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশের একটি লিচু গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, সুমনা মানসিক ভারসাম্যহীন ছিল এবং প্রায়ই এলোমেলোভাবে ঘোরাফেরা করত। ঘটনার দিন সকালে মায়ের বকুনির পর সে অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন জানান, এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড, তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।