ঝালকাঠির শিমুলিয়া হিমানন্দকাঠি সড়কের পাশে জেলা প্রশাসকের বৃক্ষ রোপণ
শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের শিমুলিয়া হিমানন্দকাঠি সড়কের পাশে তিন শতাধিক গাছের চারা রোপণের উদ্বোধন করেন ঝালকাঠি মাননীয় জেলা প্রশাসক।
মঙ্গলবার ( ৮ জুলাই) সকালে ঝালকাঠি সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এশিয়া উন্নয়ন ব্যাংক ( এ ডি বি) প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক জনাব, আশরাফুর রহমান, এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সড়কটির পরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় ভাবে গুরুত্বপূর্ণ এ রাস্তাটির পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়।
মাননীয় জেলা প্রশাসক বলেন, প্রতি বছর ঝালকাঠি জেলায় এক লক্ষ গাছ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্য পূরণের অংশ হিসেবে এই সড়ককে তিন শতাধিক গাছের চারা রোপন করা হয়েছে। এতে একদিকে পরিবেশ রক্ষা হবে, অন্য দিকে সড়কের সৌন্দর্যও বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, প্রত্যেক নাগরিককে অন্তত পাঁচটি করে গাছ রোপণের আহ্বান জানান।পরিবেশ রক্ষায় আমাদের সক্রিয় অংশ গ্রহনই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে পারে।