ব্যথায় কাঁদে রোজ
তাছলিমা আক্তার মুক্তা
সেই যে কবে রেখে গেলে
আর নিলে না খুঁজ ,
বুকের ভেতর কষ্ট গুলো
ব্যথায় কাঁদে রোজ ।
যাবার আগে বললে না তো
আর হবে না দেখা ,
একা একা গেঁথে গেলাম
স্মৃতির চারণর রেখা ।
কেমন করে ভুলতে পারো
সুখের অতীত স্মৃতি ,
নতুন করে বেঁচে থাকা
মানুষের বুঝি রীতি ?
কেমন করে থাকতে পারো
আমায় ছেড়ে একা ,
নতুন করে নতুন খুশির
কোথায় পেলে দেখা ?
তোমার কথা আমার মনে
কাটে দারুণ দাগ ,
সারাটা দিন এই জীবনে
যতোই যাই ঝামেলা থাক।
ক্ষণে ক্ষণে মনে করি
তোমার কথা রোজ ,
নিদারুণ এই মনটা আমার
হয় যে কেন অবুঝ ?