মানব জীবন
কবি ইমরান হাসান ।
মানব যদি মানবতা বুঝতো
বুঝিতে পারতো মানবের ব্যথা ,,,
সকলের জন্মই হতো সুখীময়
জীবন খাতায় থাকতো না দুঃখের কথা ।
মানব পাড়ে অনেক কিছু
আল্লাহ দিছে ক্ষমতা ,,
মানব বড় নিষ্ঠুর প্রাণী
নেই যে তাহার মানবতা ।
মানব রেখে যাই অতীত
থেকে যায় স্মৃতি ,,
মানব জীবন ক্ষণস্থায়ী
দুনিয়ার এই তো রীতি ।
মানবতার ফেরিওলা
পারলে হইও কেহ ,,
মরে গেলে মাটির নিচে
পইচা যাবে দেহ ।